আর্জেন্টিনার বাহিয়া ব্লাঙ্কা শহরে ২২ আগস্ট ১৯৯৭ সালে জন্ম নেওয়া লাউতারো মার্টিনেজ মাত্র ২০ বছর ৭ মাস ৫ দিন বয়সে অর্থাৎ ২৭ মার্চ ২০১৮ সালে আর্জেন্টিনার মূল দলের হয়ে খেলা শুরু করে। আর্জেন্টিনার হয়ে এখনও পর্যন্ত লাউতারো মার্টিনেজ ৬৬ ম্যাচ খেলে গোল করেন ২৯ টি। চলুন দেখে আসি লাউতারো মার্টিনেজের জাতীয় দল ও ক্লাপ পরিসংখ্যানে গোল ও এসিস্ট সংখ্যা কত।
লাউতারো মার্টিনেজ জাতীয় দলের গোলের সংখ্যা
প্রতিযোগিতা | ম্যাচ | গোল | এসিস্ট | হলুদ কার্ড |
কোপা আমেরিকা | ১৬ | ১০ | – | ৩ |
ফিফা বিশ্বকাপ | ৬ | – | – | – |
বিশ্বকাপের বাছাইপর্ব | ২২ | ৭ | ৪ | ১ |
আন্তর্জাতিক ফ্রেন্ডলি | ২১ | ১১ | ৩ | ২ |
কনমেবল–উয়েফা কাপ অব চ্যাম্পিয়ন্স | ১ | ১ | ১ | – |
সর্বমোট | ৬৬ | ২৯ | ৮ | ৬ |
ক্লাব পরিসংখ্যানে লাউতারো মার্টিনেজ গোল সংখ্যা
৬ ফেব্রুয়ারি ২০১৬ সালে রেসিং ক্লাব লঁস এ ১ লাখ ইউরো মার্কেট ভ্যালুতে যোগ দেয় লাউতারো মার্টিনেজ। ফ্রান্সের এই ক্লাবে ২০১৮ সাল পর্যন্ত ৬২ ম্যাচ খেলেন তিনি। এই পর ২০ ডিসেম্বর ২০১৮ সালে ২৫ মিলিয়ন ইউরো মার্কেট ভ্যালুতে যোগ দেয় ইলাতির ক্লাব ইন্টার মিলানে। লাউতারো মার্টিনেজের বর্তমান ক্লাব ইন্টার মিলানে এখনও পর্যন্ত ২৮৭ ম্যাচ খেলে ১২৯ গোল করেন। চলুন দেখে আসি ক্লাব পরিসংখ্যানে লাউতারো মার্টিনেজ গোল সংখ্যা।
ক্লাব | ম্যাচ | গোল | এসিস্ট | হলুদ কার্ড | ডা.হলুদ কার্ড | লাল কার্ড |
রেসিং ক্লাব লঁস | ৬২ | ২৭ | ৬ | ১২ | ১ | – |
ইন্টার মিলান | ২৮৭ | ১২৯ | ৪৪ | ৪৮ | – | ১ |
সর্বমোট | ৩৪৯ | ১৫৬ | ৫০ | ৬০ | ১ | ১ |
২০ ডিসেম্বর ২০১৮ সাল থেকে ৩০ জুন ২০২৯ সাল পর্যন্ত ইন্টার মিলানে লাউতারো মার্টিনেজ চুক্তিবদ্ধ আছেন।
২০২২ ফিফা বিশ্বকাপের ৬ টি ম্যাচ লাউতারো মার্টিনেজ খেলেছিলেন তবে কোন গোল করতে পারেনি।
১৫ জুলাই ২০২৪ সালে কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে এক গোল করে ২০২৪ কোপা আমেরিয়ার ফাইনাল শিরোপা জয়লাভ করতে সেরা ভূমিকা রাখেন লাউতারো মার্টিনেজ।
কোপা আমেরিকায় লাউতারো মার্টিনেজ ১৬ ম্যাচ খেলে ১০ গোল করেন।
লাউতারো মার্টিনেজ বর্তমানে ইন্টার মিলানের হয়ে খেলেন।