আর্জেন্টিনা জাতীয় দলের ২১ নাম্বার জার্সি পরিহিত পাওলো দিবালা বর্তমান আর্জেন্টিনার স্টাইকাদের মধ্যে অন্যতম। ২০২২ ফিফা বিশ্বকাপের পর থেকে বাংলাদেশ সহ সকল দেশে পাওলো দিবালার ভক্ত অনুরাগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। তার ভক্ত অনুরাগীরা জানতে চাই পাওলো দিবালার মোট গোল সংখ্যা কত? ক্লাব ও জাতীয় দলে পাওলো দিবালা সর্বমোট কত গোল করেছে। আজকের প্রতিবেদনে জানাবো পাওলো দিবালার মোট গোল ও এসিস্ট এর পরিমান।
পাওলো দিবালার মোট গোল সংখ্যা ২০২৪
পাওলো দিবালা ১৫ নভেম্বার ১৯৯৩ সালে আর্জেন্টিনার কর্ডোভা শহরের ল্যাঙ্গুনা লার্গা স্থানে জন্মগ্রহণ করেন। ফুটবল ক্যারিয়ারে দিবালা এখনও পর্যন্ত চারটি ক্লাব ও জাতীয় দলের হয়ে সর্বমোট ৫৪৪ ম্যাচ খেলে ১৯০ গোল ও ৮৯ এসিস্ট করেছেন। আরও বিস্তারিত জানতে নিচে দেখুন।
ম্যাচ | ৫৪৪ |
গোল | ১৯০ |
এসিস্ট | ৮৯ |
হলুদ কার্ড | ৪৪ |
ডাবল হলুদ কার্ড | ২ |
লাল কার্ড | – |
আর্জেন্টিনার হয়ে পাওলো দিবালা মোট গোল
১৪ই অক্টোবর২০১৫ সালে কোস জেরার্ডো মার্টিনোর হাত ধরে ২১ বছর বয়সে আর্জেন্টিনার মূল দলের হয়ে খেলার সুযোগ পায়। ১৮ই নভেম্বর ২০১৫ বিশ্বকাপের বাছাই পর্বে কলম্বিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে গনসালো ইগুয়াইন কে উঠিয়ে খেলার সুযোগ পায় মাত্র ২০ মিনিট, দল জয়লাভ করে ১-০ গোল ব্যবধানে। চলুন দেখে আসি আর্জেন্টিনার হয়ে দিবালার পরিসংখ্যান।
ম্যাচ | ৩৮ |
গোল | ৩ |
এসিস্ট | ৭ |
হলুন কার্ড | ৩ |
ডাবল হলুন কার্ড | ১ |
লাল কার্ড | ০ |
ক্লাব পরিসংখ্যানে দিবালার মোট গোল ২০২৪
দিবালার ক্লাব ক্যারিয়ারের যাত্র শুরু করে ২০১১ সালে। প্রথম ক্লাব ইনস্টিটিউটো যেখানে তিনি ৪০ ম্যাচ খেলে ১৭ গোল করেন। ২০১২ সালে প্রথম ক্লাব ছেড়ে ইলাতির ক্লাব পালেরমো তে যোগ দেয় যেখানে ৯৩ ম্যাচ খেলে ২১ গোল ও ১৬ এসিস্ট করেন। ২০১৫ সালে দিবালা তার ক্যারিয়ারের তৃতীয় ক্লাব জুভেন্টাসে যোগ দেয়। সেখানে সবথেকে বেশি ২৯৩ ম্যাচ খেলে ১১৫ গোল ও ৪৮ এসিস্ট করেন। দিবালার চতুর্থ এবং বর্তমান ক্লাব ইতালির এ.এস. রোমা যেখানে সে ৮০ ম্যাচ খেলে ৩৪ গোল ও ১৮ এসিস্ট করেছেন।
ক্লাব | মোট ম্যাচ | মোট গোল | মোট এসিস্ট |
ইনস্টিটিউটো | ৪০ | ১৭ | – |
পালেরমো | ৯৩ | ২১ | ১৬ |
জুভেন্টাস | ২৯৩ | ১১৫ | ৪৮ |
এ.এস. রোমা* | ৮০ | ৩৪ | ১৮ |
সর্বমোট | ৫০৬ | ১৮৭ | ৮২ |
পাওলো দিবালা সম্পর্কে কিছু প্রশ্ন ও উত্তর
পাওলো দিবালা খ্রিস্ট ধর্মাবলম্বী।
২০ মিলিয়ন ইউরো মার্কেট ভ্যালুতে দিবালা ইতালির এ.এস. রোমা ক্লাবে ৩০শে জুন ২০২৫ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ আছেন।
দিবালা ফরওয়ার্ড হিসেবে খেলে থাকেন।
দিবালা ২০২৪ সালে আর্জেন্টিনার বুয়েনস এইরেস এর ওরিয়ানা সাবাতিনি কে বিবাহ করেন।